সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডাবল লেগ পদ্ধতির শেষ ম্যাচে ভারতকে হারিয়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।
এই জয়ে বাংলাদেশ ৬ ম্যাচের ৪টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করলো। ভারত ৬ ম্যাচের ৫টিতে জিতে ও ১টিতে হেরে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হলো।
এদিন ম্যাচের ২৯ সেকেন্ডেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় বাম দিক থেকে মামুনি চাকমার বাড়ানো ক্রসে ডি বক্সের সামনে দাঁড়িয়ে হেড নিয়ে জালে জড়ান পূর্ণিমা মারমা।
অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ভারত। ম্যাচের নবম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে জড়ান আনুস্কা কুমারী। এটা ছিল এবারের আসরে তার পঞ্চম গোল।
৩৪ মিনিটে বাংলাদেশের আলপি আক্তার গোল করে আবার এগিয়ে নেন দলকে। এ সময় ডি বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে ব্যাকহিলে আলপিকে বাড়িয়ে দেন সুরভী আক্তার প্রীতি। সেটাকে ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন আলপি।
তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মো. মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮ মিনিটে মামোনির ডান দিক থেকে আসা নিখুঁত ক্রসকে কাজে লাগিয়ে সুরভী আকন্দ প্রীতি জোরালো ফিনিশিংয়ে গোল করেন, ফলে বাংলাদেশের লিড আরও দৃঢ় হয়। ৬৫ মিনিটে ভারত ঘুরে দাঁড়ায়। বক্সের বাইরের এক ঝলমলে মুহূর্তে, প্রীতিকা বর্মণী দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরানোর ইঙ্গিত দেন। ম্যাচের শেষদিকে, ৮৯ মিনিটে ভারতের হয়ে ঝুলান নংমাইথেম গোল করে স্কোরলাইন ৩-৩ করে দেন, যা ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিল।
তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ঘটে নাটকীয় মোড়। রিয়ার পাস পেয়ে প্রীতি শট নেন, ভারতের গোলরক্ষক মুন্নি প্রথমে তা ঠেকাতে সক্ষম হলেও বল প্রতিহত হয়ে ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে লাগে এবং আত্মঘাতী গোল হয়ে জালে ঢুকে পড়ে। এই অপ্রত্যাশিত মুহূর্তেই বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছেড়ে আসে।
প্রথম দেখায় এই ভারতের কাছেই ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেখানেই পিছিয়ে পড়ে। এরপর আগের ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে যায় শিরোপার দৌড় থেকে। তাতে আজ ভারতকে হারিয়েও শিরোপা জেতা হলো না বাংলাদেশের কিশোরীদের।
আপনার মতামত লিখুন :