সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা


Desk News প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন /
সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

হাতিলোটা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল আলম জানান, ইফতারের পর কৃষক দল নেতা নাছির তাঁর মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় তাঁর বাড়ির ১৫০ গজ দূরেই তাঁকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর মাথা ও ঘাড়ে কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান নুরুল আলম।

ওসি মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

এর আগে, আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গুনিয়ার মীরেরখিল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মারা যান। মঙ্গলবার স্থানীয় বাজারে তাঁকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা।