জুলাই আন্দোলনের সময় ঢাকার সায়েন্স ল্যাবে সজীব উদ্দিনকে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এসব তথ্য জানিয়েছেন।
রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই মারুফ হাসান কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, মিরপুর থেকে গ্রেপ্তারের পর বুবলীকে সোমবার আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় বাদলের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১৯ জুলাই সায়েন্স ল্যাব মোড় এলাকায় আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সজীব উদ্দিন। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মিছিলে গুলি চালানো হয়। এতে সজীব ও তার বন্ধু মেহেদীসহ ১২ জন আহত হয়।
নিউ মার্কেট থানার এ মামলায় ৪৭ জনকে আসামি করেন সজীব।
বুবলীকে গ্রেপ্তার দেখানো মামলায় বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় মিছিল বের করে। তারা জনমনে ভীতি সৃষ্টি করতে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। তাদের কাছে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা পায় পুলিশ।
এ মামলায় বাদী হয়েছেন তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের।
আপনার মতামত লিখুন :