মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. জুলফিকার আলী। রবিবার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও নাগরিক সংবর্ধনায় বরণ করে নেন মোংলা বিএনপি, অঙ্গসংগঠন, বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক এবং সাধারণ মানুষ।
এর আগে শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দ জাহিদ হোসেন সভাপতি এবং মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন— সহ-সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মো. মহাসিন, কোষাধ্যক্ষ মো. আফছার উদ্দিন।
উল্লেখযোগ্য বিষয় হলো— ১৯৫২ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠিত হলেও এতদিন ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদে মোংলা থেকে কেউ নির্বাচিত হননি। এ নির্বাচনে মেসার্স হাসেম অ্যান্ড সন্স (ইস্টিভিডরস, মোংলা)-এর স্বত্বাধিকারী, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোংলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মো. জুলফিকার আলী বলেন, “মোংলা বন্দরকে দেশের অন্যতম রপ্তানি-বান্ধব বন্দর হিসেবে গড়ে তোলা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে কাজ করলে শ্রমিকের উন্নয়ন যেমন হবে, তেমনি বন্দর ব্যবস্থাপনাও হবে আরও গতিশীল।
তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমদানি-রপ্তানির ক্ষেত্রে মোংলা বন্দরের সুযোগ-সুবিধা দিন দিন বাড়ছে। সবাই মিলে একসাথে কাজ করলে বন্দর ও এলাকার উন্নয়ন অবশ্যম্ভাবী।
আপনার মতামত লিখুন :