কাজী ওমর ফারুক,মোংলা
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে নদী ও সমুদ্র উপকূলে টহল এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে দেশের উপকূলীয় ও নদী এলাকায় টহলের পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়টিকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়।
কোস্ট গার্ড জানায়, আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
পাশাপাশি, প্রতিবেশী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না পারে, সে জন্য কোস্ট গার্ডের টহলরত জাহাজগুলো সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সমুদ্র ও নদী উপকূলের নিরাপত্তা রক্ষায় কাজ করে আসা কোস্ট গার্ড বলছে, মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন রোধ এবং মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে যোগাযোগ করতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :