বেনাপোল স্থলবন্দর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।


Milon Hossain প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন /
বেনাপোল স্থলবন্দর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মিলন হোসেন চীফ রিপোর্টার ,
বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তা কর্মচারী সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের কনফারেন্স রুমে শনিবার দুপুরে স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মানজারুল মান্নান,বেনাপোল বন্দর পরিচালক(ট্রাফিক)মোঃ শামীম হোসেন রেজা (উপসচিব),শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান,সহকারী পরিচালক এনএসআই ইনচার্জ বেনাপোল, ডিজিএফআই ইনচার্জ বেনাপোল,ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা মোঃ রাসেল ইসলাম,ভারপ্রাপ্ত কর্মকর্তা এপিবিএন সন্তূ বিশ্বাস,বেনাপোল স্থলবন্দর (উপপরিচালক)মোঃ মামুন কবির তরফদার।

আরও ছিলেন বন্দরের ডেপুটি ডাইরেক্টর মোঃ রাশেদুল সজীব,বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান,স্থলবন্দর আনসার ক্যাম্প ইনচার্জ পিসি হেলালউজজামান,পিমা সিকিউরিটি গার্ড ইনচার্জ মোঃ আল আমিন হোসেন শিকদার,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মোঃ সহিদ আলী, সভাপতি তবিবুর রহমান সহ স্থলবন্দরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।