বেনাপোল সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক বাংলাদেশী আটক।


Milon Hossain প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন /
বেনাপোল সৌদি রিয়াল ও ইউএস ডলারসহ এক বাংলাদেশী আটক।

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল চেকপোস্ট থেকে এক লক্ষ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার আমেরিকান ডলারসহ শফিউল ইসলাম নামে একজন পাসপোর্টযাত্রী কে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে ভারত থেকে আসার সময় স্ক্যানার থেকে তাকে আটক করা হয়।

আইসিপি বিজিবি সুবেদার মোঃ মিজানুর রহমান জানান,স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী মোঃ শফিকুল ইসলাম পাসপোর্ট নং B00745663-এর লাগেজ তল্লাশি করলে ১,১০,০০০ সৌদি রিয়াল ও ১০,০০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/১১ /২০২৫
মোবাইল ০১৭১২২১৭১৪৩