বেনাপোল বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্টিত।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন /
বেনাপোল বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্টিত।

মিলন হোসেন বেনাপোল,

বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন এর অধীনস্থ খুলনা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সীমান্ত সমন্বয় সভা বুধবার অনুষ্টিত হয়েছে।

সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী পিএসসি এর নেতৃত্বে ২২ সদস্যোর বিজিবি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের অধিনায়কবৃনদ সহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগন উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী তারনি কুমার এর নেতৃত্বে ১৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভারত বাংলাদেশ সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় নিম্নোক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে উভয় পক্ষই পারস্পরিক সম্মতি ঞাপন করে।

সীমান্তে যেকোন ধরনের প্রানহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়,ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে আরও বেশি তৎপর ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য বিএসএফকে জোরালোভাবে আহবান জানানো হয়,অবৈধভাবে সীমান্ত পারাপার বা অতিক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষে একমত পোষণ করে,সীমান্ত দিয়ে উভয় দেশের মধ্যে বিভিন্ন পন্যোর চোরাচালান রোধ বিশেষ করে স্বর্ন চোরাচালান রোধে বিশদ আলোচনা হয় এবং চোরাচালান বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে উভয় পক্ষ সম্মত হয়,এছাড়াও সীমান্তে অবৈধ স্থাপনা নির্মান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়,সভায় দুদেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপৃন পরিবেশে বিকাল ৪ টায় বিজিবি বিএসএফ সমন্বয় সভা শেষ হয়।আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।