বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প


Desk News প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন /
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্ভবত আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন। কারণ ব্রিটিশ সম্প্রচারক স্বীকার করেছেন যে, তার দেওয়া একটি বক্তৃতার ভিডিও ভুলভাবে সম্পাদনা করেছে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফগত সপ্তাহে বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করেছে, যাতে দেখা যায় প্যানারোমা প্রোগ্রামটিতে ট্রাম্পের বক্তৃতার দুইটি অংশ একত্রে এমনভাবে সম্পাদনা করা হয়েছিলো, যাতে মনে হয় তিনিই ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গাকে উস্কে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস। বিবিসি ওই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে। তবে ট্রাম্পের দাবিকৃত ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্প শুক্রবার ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “আমরা তাদের বিরুদ্ধে ১০০ থেকে ৫০০ কোটি ডলারের মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহের নো এক সময়ে। আমার মনে হয় আমাকে এটা করতে হবে, মানে তারা এমনকি স্বীকার করেছে যে তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া কথা বদলে দিয়েছে।”

ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এই বিষয়ে কথা বলেননি। তবে তিনি এই সপ্তাহান্তে তাকে ফোন করার পরিকল্পনা করেছেন। অবশ্য স্টারমার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং এই ঘটনায় ‘খুব লজ্জিত।’