ঘোড়াঘাটে Dream Care কোচিং সেন্টার আয়োজিত-অভিভাবক সমাবেশ অনুষ্ঠত হয়।


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ১২:২০ অপরাহ্ন /
ঘোড়াঘাটে Dream Care কোচিং সেন্টার আয়োজিত-অভিভাবক সমাবেশ অনুষ্ঠত হয়।

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ ড্রেম কেয়ার কোচিং সেন্টার আয়োজিত অভিভাবক সমাবেশ ও সুধীজন এর মতবিনিময় সাপ্তাহিক, মাসিক পরিক্ষার বীনিময় এবং এস, এস, সি- পরিক্ষার্থীদের ১ম, ২য়, স্থান অধিকারী ছাত্র/ছাত্রীদের সম্মাননা প্রাদান অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (১১-০১-২০২৫) উপজেলার রাণীগঞ্জ বাজারের পাচঁমাথা মোড়ে ড্রেম কেয়ার কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ রাশেদুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান (লাভলু), উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ানের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলার শালুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসাইন প্রমখ।

আরও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।