ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন /
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় শাহাদুল ইসলাম (৫০) নিহত হয়েছে।

তিনি উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হরিপাড়া এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাহাদুল ইসলাম। এ সময় দিনাজপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত কুরিয়ার সার্ভিসের ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।