মোংলা বন্দরের প্লাটিনাম জয়ন্তীতে শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিং প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এস এম হাশেম অ্যান্ড সন্স


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /
মোংলা বন্দরের প্লাটিনাম জয়ন্তীতে শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিং প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এস এম হাশেম অ্যান্ড সন্স

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের ৭৫ বছরের অগ্রযাত্রা ও আধুনিকায়নের সাফল্যের মধ্য দিয়ে এবার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। বন্দর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব অর্জনের এই ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে সম্মাননা পেয়েছে বন্দরের সেরা কার্গো হ্যান্ডলিং প্রতিষ্ঠান মেসার্স এস এম হাশেম অ্যান্ড সন্স। বন্দর চেয়ারম্যানের হাত থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জুলফিকার আলী ক্রেস্ট গ্রহণ করেন।
জাঁকজমকপূর্ণ আয়োজনে সোমবার সকালে উদযাপনের সূচনা হয় বন্দরে নোঙর করা সব জাহাজের একযোগে হুইসেল বাজানোর মধ্য দিয়ে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্লাটিনাম জয়ন্তীর মূল পর্ব।

অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, চলতি বছরে মোংলা বন্দরে কার্গো হ্যান্ডলিং বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪ লাখ টনে—যা লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১ হাজার টিইইউ। রাজস্ব আয় ৩৪৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং নিট মুনাফায় প্রবৃদ্ধি অর্জন হয়েছে ২০০ শতাংশের উপরে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও নিয়মিত ড্রেজিংয়ের ফলে বর্তমানে একসঙ্গে পাঁচটি জাহাজ পরিচালনা করা সম্ভব।
প্লাটিনাম জয়ন্তীর বিশেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় বন্দরসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে সর্বোচ্চ মালামাল হ্যান্ডলিংয়ের স্বীকৃতি পায় মেসার্স এস এম হাশেম অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জুলফিকার আলী বন্দর চেয়ারম্যানের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
বক্তারা বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মোংলা আরও আধুনিক ও আন্তর্জাতিকমানের সক্ষম বন্দরে পরিণত হবে।