ভোমরায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন


Desk News প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন /
ভোমরায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফএর ভোমরা ইউনিয়নে নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের কাস্টমস্ মোড়ে এ অফিস উদ্বোধন করা হয়।

বিএনপি নেতা ডাক্তার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোমরায় নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভোমরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকন, ভোমরা ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন যুবদলের নেতা হাসান আলী (লাল্টু), সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্যা মো. শাহাজুদ্দীন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ শাহাজুদ্দিন।