কোনো ধরনের বৈষম্যের সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নাই — ডা. জাহিদ হোসেন


Desk News প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন /
কোনো ধরনের বৈষম্যের সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নাই — ডা. জাহিদ হোসেন

ফাহিম হোসেন রিজু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, কোনো ধরনের বৈষম্যের সুযোগ এ দলের কাছে নেই— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

তিনি বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ। কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না। আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আগামী দিনে দেশসেবার সুযোগ চাই।”

 

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কর্মীসভায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।