বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন /
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক।

মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল থানার পুটখালী বিওপির সদস্যরা ১.০৪৯ কেজি ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার তাকে আটক করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মোঃ মনিরুজ্জামান (৩৭), পিতা-মোঃ কাদের আলী সর্দার, গ্রাম-পুটখালী উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করেন।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা।উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।