মোংলায় কিশোরী নিলার আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার


Desk News প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন /
মোংলায় কিশোরী নিলার আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলায় কিশোরী নিলা হোসেনের (১৪) আত্মহত্যা প্ররোচনার মামলায় ধর্ষণ সহযোগিতার অভিযোগে অভিযুক্ত আরেক আসামী মো. সজীব হাওলাদার (২২) গ্রেপ্তার হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মোংলা থানার চৌকিদারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সোমবার (২৮ এপ্রিল) আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে সজীব হাওলাদারের নাম উল্লেখ রয়েছে এবং পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে।

এছাড়া, মামলার প্রধান আসামি মো. আসহাবুল ইয়ামিন (২৪) এর আগেই গ্রেপ্তার হয়েছেন। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের মাধবী কলোনির বাসিন্দা এবং তার বাবা মোংলা বন্দরের একটি নৌযানে মাস্টার পদে কর্মরত।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম নিলাকে সুন্দরবনে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। সজীব হাওলাদার এই ঘটনায় সহযোগিতা করেন। অপমান সহ্য করতে না পেরে নিলা আত্মহত্যা করে।

পুলিশ বলছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।