অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশী আটক


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন /
অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশী আটক

জিয়াউল ইসলাম জিয়া : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ তথ্য জানান।

আটককৃত ৫ বাংলাদেশি হলেন, কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মো. আতিকুর রহমান (৩৬), যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের পুত্র মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র মো. মাহাবুব খান (১৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের পুত্র মো. রাকিব হাসান (১৭)।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত ৫ বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক আরও জানান, আটককৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লি ও কুচবিহারে। তারা তাদের স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করতো ভারতে, মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল এবং রাকিব হাসান ভারতে অবস্থান করা তার পিতা-মাতার সাথে দেখা করতে গিয়েছিল।

বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা আজ (মঙ্গলবার) ভোর রাতে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি ফোল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হরা হয়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক ৫ জনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।