ঘোড়াঘাটে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটলেন জেলা প্রশাসক।


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ৫:১২ অপরাহ্ন /
ঘোড়াঘাটে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটলেন জেলা প্রশাসক।

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কোমলমতি শিশুদের সাথে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বুধবার দুপুরে উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন তিনি। এসময় তিনি উপস্থিত শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন শিশুরা ফুলের মতো। ফুলকে যেমন যত্ন করলে সুবাস ছড়ায়, তেমনি শিশুদেরকে যত্ন করলে সমাজ বিকশিত হবে।

পরে তিনি এলাকার কোমলমতি শিশুদের জন্য বিকেল করে বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

অনুষ্ঠানে তার সঙ্গে চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ,ঘোড়াঘাট থানার ওসি মো.নাজমুল হক, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাবেক ইউপি সদস্য সরলা হেমরম প্রমূখ উপস্থিত ছিলেন।