যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল,মদ ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য ও দালাল সহ অনুপ্রবেশকারী আটক।


Milon Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল,মদ ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য ও দালাল সহ অনুপ্রবেশকারী আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, থ্রিপিচ, চাদর, কেমিক্যাল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে দালালসহ ০১জন বাংলাদেশী নাগরিক আটক।মঙ্গলবার সীমান্ত থেকে এসব মালামাল আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২জন আসামীসহ সর্বমোট ১৩,৬৯,৭৫০/-(তের লক্ষ উনসত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, থ্রিপিচ, চাদর, কেমিক্যাল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে মাসিলা বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাককালে দালালসহ ০১জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়।

বিজিবি অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।