চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজে মিলল পাঁচজনের মরদেহ


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন /
চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজে মিলল পাঁচজনের মরদেহ

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া, আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে। নৌপুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে।’ তিনি জানান, অভিযান এখনো চলছে।

এদিকে, চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম বলেন, তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।