ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন /
ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) দুপুর ২টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪টি ইউনিয়নের ৮৭০ জন শীতার্তদের মাঝে স্ব-হস্তে এ শীতবস্ত্র বিতরণ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি সারোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

একই দিন বিকেল ৩ টায় ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে ৭২০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।