৩২ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক, ‘জুলাই যোদ্ধাদের’ দুই পক্ষের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ


Desk News প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন /
৩২ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক, ‘জুলাই যোদ্ধাদের’ দুই পক্ষের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ

টানা ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর শাহবাগ মোড়ে ফের স্বাভাবিক হয়েছে যান চলাচল। আজ শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করা একদল ব্যক্তি শাহবাগ অবরোধকারীদের ওপর হামলা চালিয়ে ব্যারিকেড সরিয়ে দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ উভয়পক্ষকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল ব্যক্তি শাহবাগ মোড় অবরোধ করেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ততম এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা রাতেও অবস্থান অব্যাহত রাখেন এবং আজ সকালেও বৃষ্টির মধ্যেই মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “গতকাল থেকে দফায় দফায় বুঝিয়েও অবরোধকারীদের সরানো সম্ভব হয়নি। আজ সন্ধ্যায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আরেকটি দল এসে হামলা চালালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে।”

সংঘর্ষের পর শাহবাগ মোড়ের চারপাশে থাকা ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ।

ঘটনার সময় ফার্মগেট, বাংলামোটর, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মৎস্য ভবনমুখী বিভিন্ন সড়কে আংশিক যান চলাচল চললেও শাহবাগ মোড়ে ছিল পুরোপুরি অচলাবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাজুড়ে এখন যান চলাচল পুরোদমে চলছে।