রাজধানীর পল্টন এলাকা থেকে ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মো. লালন (৩৪) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে পল্টন মডেল থানার এরশাদ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
পল্টন থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় পল্টন থানার শহীদ মতিউর পার্ক এলাকায় জনৈক মো. জামালের উপর গ্রেফতারকৃত লালন ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে এবং জামালের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার তিনশত টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ২০২৪ জানুয়ারি তারিখে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্টন মডেল থানার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান পরিচালনা করে লালনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত লালন একজন পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারী। পল্টন মডেল থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগীরা জড়িত। লালনের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানা, মতিঝিল থানা, মুগদা থানা ও ডেমরা থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের মোট ২২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত লালনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও লালনের সহযোগী অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :