১৭ বছর পর মোংলায় শহীদ মিনারে বিএনপির গণউপস্থিতি


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন /
১৭ বছর পর মোংলায় শহীদ মিনারে বিএনপির গণউপস্থিতি

মোংলা প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর মোংলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর পৃথক র‍্যালি নিয়ে শহীদ মিনারে আসে বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষও এ সময় শ্রদ্ধা নিবেদন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৭ বছর ধরে বিএনপির সাবেক মেয়র ও পৌর আহ্বায়ক আলহাজ্ব মো. জুলফিকার আলীর নেতৃত্বে স্বল্পসংখ্যক নেতাকর্মী নীরবে শহীদ মিনারে ফুল দিলেও এবার দল ও অঙ্গসংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর আহ্বায়ক আলহাজ্ব মো. জুলফিকার আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক স. ম. ফরিদ, সদস্য সচিব মো. আ. মান্নান হাওলাদার,শেখ রুস্তম আলী, পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুবদলের আহ্বায়ক রিয়াদ মাহমুদ,যুবদল নেতা সাবেক প্যানেল মেয়র ও মোঃ আলাউদ্দিন,মোঃ জসিম হোসেন, কাজী ফারুক,সাবেক কাউন্সিলর আঃ রাজ্জাক, মোঃ কাদের তালুকদার,আঃ রাজ্জাক, শাহ আলম, মোঃ রফিক, সাহেব আলী মল্লিক, আনোয়ার মাস্টার, সালাম বেপারী, মহিলা দলনেত্রী কমলা বেগম, আয়েশা বেগম, লিলি বেগম, বেবী বেগম,ফাতেমা বেগম, শ্রমিক দলের আহবায়কআলতাফ, সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল,রাজ বাপ্পা, শামীম হাসান, সুমন সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বিএনপি নেতারা জানান, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও সাংগঠনিক পুনর্গঠনের ফলে এবার সকল স্তরের নেতাকর্মীরা একসঙ্গে অংশগ্রহণ করতে পেরেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ উপস্থিতি অব্যাহত থাকবে।