সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন /
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।

আজ রোববার (৫ জানুয়ার) বিকেল ৩টার দি‌কে বেলকু‌চি উপ‌জেলার কামারপাড়া নিজ বাড়িতে যৌথবাহিনীর অভিযা‌নে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, এখনো পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো জানানো হয়নি। অভিযান শেষে থানায় হস্তান্তর করলে সব বিষয় জানা যাবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৫ আসন থেকে আব্দুল বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।