শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় বিজিবির হাতে স্বামী স্ত্রী আটক।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন /
শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় বিজিবির হাতে স্বামী স্ত্রী আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির টহলদল কর্তৃক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় দুইজন বাংলাদেশী নাগরিক স্বামী স্ত্রী কে আটক করেছে।বৃহস্পতিবার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শিকারপুর বিওপিতে কর্মরত হাবিঃ মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় আটক করা হয়।
তারা হলেন হৃদয় মন্ডল (২২), পিতাঃ শ্যামল মন্ডল, গ্রামঃ শাহারাবাদ, পোস্টঃ কালিনগর, থানাঃ খুলনা সদর, জেলাঃ খুলনা ও ঐশি মন্ডল (১৮), স্বামীঃ হৃদয় মন্ডল, গ্রামঃ শাহারাবাদ, পোস্টঃ কালিনগর, থানাঃ খুলনা সদর, জেলাঃ খুলনা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।