মিলন হোসেন চীফ রিপোর্টার ,
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বিতর্কের বিষয় ছিলো,গ্রুপ ক:দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক মূল্যবোধের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন’গ্রুপ খ:দুর্নীতি প্রতিরোধে যুবসমাজের সক্রিয়তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভুমিকার চাইতেও কার্যকর’
গ্রুপ ক ও খ এর বিজয়ী দল :দুর্নীতি নির্মূল সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার প্রশাসনিক সংস্কারের চাইতেও গুরুত্বপূর্ন।
সার্বিক ব্যবস্থাপনায় শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কাজী নাজিব হাসান উপজেলা নির্বাহী অফিসার শার্শা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন যশোর,মোঃ আক্তারুজ্জামান লিটু সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি শার্শা,মোঃ মিলন হোসেন সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি শার্শা,মোঃ কামরুল হাসান পলাশ সহকারী পরিচালক বেনাপোল পোর্ট,মোঃ মামুন শেখ এসআই বেনাপোল পোর্ট থানা,
মোঃ আব্দুল্লাহ আল রাসেল টিআই আনসার ভিডিপি শার্শা,আলমগীর হোসেন এসআই শার্শা থানা।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়,শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজবাগান পাইলট মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন জাহান ই গুলশান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছায়েদ আলী সহকারী অধ্যাপক নাভারন কলেজ,মোঃ আব্দুর রহমান প্রভাষক সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ, মোঃ হাসানুজ্জামান প্রভাষক সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ।সময় নির্ধারক হিসেবে ছিলেন মোঃ সোবহান হোসেন হিসাব রক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইন্তাজুর রহমান সহকারী প্রধান শিক্ষক মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী হয়েছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ও ২য় হয়েছেন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট,শিক্ষা সামগ্রী, সম্মাননা স্মারক ও মেডেল তুলে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :