চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১০ জন হলো। এদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু।
বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৭ জন।
পরে আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে দুই জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, “কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা। আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।
এছাড়া পদুয়ায় অবস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :