রাষ্ট্র কাঠামো মেরামতের ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মোংলায় বিএনপির আলোচনা সভা


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন /
রাষ্ট্র কাঠামো মেরামতের ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মোংলায় বিএনপির আলোচনা সভা

মোংলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে মোংলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা পৌর শহরের রিমঝিম সিনেমা চত্বরে পৌর বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সদস্য মো. আ. হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আ. মান্নান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, মো. আলাউদ্দিন, মো. খোরশেদ আলম, কাজী ওমর ফারুক,সাহেব আলী মল্লিক, আব্দুর রাজ্জাক, কাদের তালুকদার, শাহ আলম, মহিলা নেত্রী মিসেস কমলা বেগম ও আয়েশা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে এবং লাগামহীন দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংকট নিরসনের দাবি জানান।

সভায় বিএনপির নেতারা দলের চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।