মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। নথিপত্র নেই এমন মানুষদের গ্রেফতার করা হচ্ছে এই অভিযানে। এবার একদিনে ৫০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস জানিয়েছে, নথিপত্রহীন ৫৩৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ ইয়র্কের মেয়র রাস জে. বারাকা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ওয়ারেন্ট ছাড়াই আইসিই শহরে অভিযান চালিয়েছে। নথিপত্র ছাড়া অভিবাসীদের পাশাপাশি নাগরিকদেরও আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, ‘আটকদের মধ্যে একজন সামরিক বাহিনীর প্রবীণ সদস্য ছিলেন।
তার নথিপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তিনি অসম্মানের শিকার হয়েছেন।’ মেয়র বলেন, ‘এই জঘন্য কাজটি মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনীর স্পষ্ট লঙ্ঘন।’
নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী প্রত্যাহার অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসেই দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে পেন্টাগনকে সীমান্ত প্রাচীর নির্মাণ, বন্দিশিবির এবং অভিবাসীদের স্থানান্তরে সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন তিনি।
আপনার মতামত লিখুন :