যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে মদ সহ ১১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে মদ সহ ১১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক।

বেনাপোল(অফিস)
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরী পোশাক, থ্রী পিচ, চাদর, বিটেক্স মলম, পান মসলা, বিভিন্ন ধরনের পানির ট্যাপ, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে।শনিবার ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মালামাল আটক করেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখে আন্দুলিয়া বিওপি, কাশিপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ১০,৭৩,২৬০/-(দশ লক্ষ তিয়াত্তর হাজার দুইশত ষাট)টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, তৈরী পোশাক, থ্রী পিচ, চাদর, বিটেক্স মলম, পান মসলা, বিভিন্ন ধরনের পানির ট্যাপ, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে।

বিজিবি অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।