রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ১৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন:- আকরাম হোসেন (২০), জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫), মিরাজ (১৯), রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০), সাগর (২৮), শাহিন (২৫), তাজু ইসলাম (২২), হাবিব (৩১), শাকিল (২০), শরীফ হাওলাদার (২১), মেহেদী হাসান (২২), আরিফুর রশোন (২০), ফরহাদ হোসেন (১৯), জহিরুল ইসলাম (২১) ও আরিফ (২৪)।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পেশাদার ১৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :