মোংলা বন্দরের ইনার বারে ড্রেজিং’র কাজ পুনরায় শুরু হয়েছে


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ২:১৩ অপরাহ্ন /
মোংলা বন্দরের ইনার বারে ড্রেজিং’র কাজ পুনরায় শুরু হয়েছে

কাজী ওমর ফারুক: প্রায় এক বছর ড্রেজিং বন্ধ থাকার পর মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা বন্দরের জনসংযোগ বিভাগের গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘  দীর্ঘদিন বন্ধ থাকার পর চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ বন্দরের বেসক্রিক এলাকার সেকশন -২ এবং সেকশন ৪ এ শুরু হয়েছে ।

প্রকল্পের কাজ ২০২১ সালে শুরু হয়ে প্রায় ৩৫ শতাংশ কাজ সমাপ্ত হওয়ার পর ২০২২ সালে ড্রেজিং মাটি ফেলার জমি সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ওই সময়ে সম্পন্নকৃত ড্রেজিং এর ফলে মোংলা বন্দরে ৮দশমিক৫ মিটার ড্রাফটের জাহাজ আনা সম্ভব হয়। কিন্তু প্রায় এক বছর যাবৎ ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমার কারনে নিয়মিতভাবে ৮দশমিক৫ মিটার ড্রাফটের জাহাজ এ বন্দরে আসতে পারছিল না। এখন ড্রেজিং মাটি ফেলার জমির ব্যবস্থা হওয়ায় পুরনায় ড্রেজিং কাজ শুরু হয়েছে।
      মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে।

ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি সমাপ্ত হলে ৯দশমিক৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে। অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আগমনের ফলে মোংলা বন্দরের আয় বৃদ্ধির পাশিপাশি সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।###