মোংলায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন /
মোংলায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোংলা প্রতিনিধ

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে মোংলা ছাত্রদলের উদ্যোগে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড টেষ্টের আয়োজন করে মোংলা পৌর ছাত্রদল।

এসময়, মোংলা উপজেলা ছাত্রদল সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো: নাছির মোছাল্লী, মোংলা পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম, সাবেক সচিব মির সাগর, সাবেক ১নং সদস্য- সাইফুর রহমান সাব্বির, বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ রানা, পৌর যুবদল নেতা সুমন মল্লিক, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।