ভোমরায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কর্মী সমাবেশ


Desk News প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন /
ভোমরায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার কর্মী সমাবেশ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএএল) কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা সাতক্ষীরা সদর উপজেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ধ্রুব গোপাল দাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান কাজী মুহা: মাহমুদুল হাসান মাহমুদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার খুলনা বিভাগীয় পরিচালক এস এম বাদশা হোসেন, এডভোকেট শাহ আক্তারুজ্জামান বাবু, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার জেলার ১নং সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা লুৎফুল আলম খোকন, সদর উপজেলা সহ-সভাপতি মো. তাজউদ্দীন প্রমুখ। এসময় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান রুবেল।