ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন /
ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো ৭ জন আহত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। এ বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, তা শোনা গেছে ৫ কিলোমিটার দূর থেকেও।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে।

বিকেলে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভান্ডারায় অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যার ফলে আটজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।’

এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে আগে বলেছিলেন, সকাল ১০টা ৩০ মিনিটে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী এবং চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ৫ কিমি দূর থেকেও এর শব্দ শোনা গিয়েছিল।

দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। পূর্ববর্তী এক আপডেটে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, বিস্ফোরণস্থলে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।