বেনাপোল বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও কসমেটিক্স আটক।


Milon Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:২২ অপরাহ্ন /
বেনাপোল বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও কসমেটিক্স আটক।

মিলন হোসেন বেনাপোল,
বেশ কিছুদিন যাবত বেনাপোল রেলস্টেশন এবং চেকপোস্ট এলাকায় ভারতীয় শাড়ী, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী মজুদ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল।যার কারণে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে।
যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এরই প্রেক্ষিতে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৬৩০ হতে ১৮৩০ ঘটিকা পর্যন্ত মেজর ফারজিন ফাহিম, উপ-অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) সাথে ৩০ জন বিজিবি সদস্য, নুসরাত ইয়াসমিন, সহকারী ভূমি কর্মকর্তা, শার্শা উপজেলা এবং রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা, যশোর এর সাথে ১০ জন পুলিশ সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে বেনাপোল রেলস্টেশন এবং চেকপোস্ট এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করে বেনাপোল রেলস্টেশন এবং চেকপোস্ট থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ভারতীয় ৩৯ টি শাড়ী, ৮৯টি লেডিস চাদর, ১৫টি থ্রীপিচ, ২০টি কম্বল এবং ২১৬১ টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২০,০৫,৮২০/-(বিশ লক্ষ পাঁচ হাজার আটশত বিশ)টাকা।টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে।