মিলন হোসেন বেনাপোল,
ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও নিউ মার্কেট থানার ছাত্রলীগের সদস্য সত্যজিৎ পান্ডে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির যৌথ চেকে তাদেরকে আটক করেছে।তারা আপন ভাই বোন।
সোমবার বিকালে পাসপোর্ট যোগে ভারতে যাওয়ার কালে তাদেরকে আটক করা হয়।
তাদের ঠিকানা পাসপোর্ট নম্বর A08093616) সুস্মিতা পান্ডে (২৫), পিতাঃ স্বপন পান্ডে, গ্রামঃ সাধুয়া পাড়া, পোস্ট+থানা+জেলাঃ মাগুরা ও(পাসপোর্ট নং A8083483) সত্যজিৎ পান্ডে উভয়ের ঠিকানা একই।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন ও আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার জানান,আটকৃত ব্যক্তিদের সম্পর্কে যাচাই-বাছাই করে জানা যায় সুস্মিতা পান্ডে ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সত্যজিৎ পান্ডে ঢাকা নিউ মার্কেট থানা এলাকার ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নির্যাতন নিপীড়নের নেতৃত্ব প্রদানকারী হিসেবে এজাহারে উল্লেখ রয়েছে। ঢাকা নিউ মার্কেট থানায় মামলা নং ১৭, তারিখ ২৮/১১/২০২৪ রয়েছে।আটককৃত ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন ইমিগ্রেশন থেকে দেওয়া আসামীদের ঢাকা নিউ মার্কেট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :