রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনার সময় ভবনটিতে ক্লাস শেষ হলেও কোচিং ক্লাস চলছিল, যেখানে ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ভেতরে ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে উপস্থিত মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভবনটিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হতো। ক্লাস শেষ হওয়ার পর সেখানে কোচিং চলছিল। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ শিক্ষার্থী ছিল। অনেকে হতাহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখানে আমাদের শিক্ষার্থীদের কেউ চিকিৎসাধীন আছে কি না, তা জানার জন্য এসেছি।’
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও উদ্ধারকারী বাহিনী কাজ করছে। হতাহতের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে সর্বশেষ ১৬জন নিহত ও ৭০ এর অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :