প্রাইভেটকারে এসে তালা কেটে দুই দোকানে চুরি


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন /
প্রাইভেটকারে এসে তালা কেটে দুই দোকানে চুরি

রাজধানীর মিরপুর-১০ নম্বরের এ ব্লকের একটি মুদি ও একটি বিরিয়ানির দোকানের শাটারের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। তবে অভিযোগ পেলেও শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য দিতে পারেনি পুলিশ।

মুদি দোকানে চুরির ঘটনার সিসিটিভির ভিডিও সংগ্রহের কথা জানিয়ে পুলিশ বলেছে, একটি প্রাইভেটকারে করে তিনজন এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শাটার খুলে বিভিন্ন মালপত্র বের করে নিয়ে প্রাইভেটকারে করে চলে যান।

চুরি দুটির একটি হয়েছে প্ল্লবী থানা ও আরেকটি মিরপুর মডেল থানা এলাকায়। ফলে দুই থানায় পৃথক অভিযোগ করার কথা জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত ৩টার পর ‘মা মনি স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনা জানার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

কাছাকাছি সময়ে ‘সালমান বিরিয়ানি হাউজ’ নামে আরেকটি বিরিয়ানির দোকানে চুরির তথ্য দেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই বিরিয়ানির দোকানের শাটার কেটে টাকা-পয়সা নিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছি। চক্রটিকে ধরার কাজ করছি।