পিসি এইচএম হেলাল উজ্জামান বাংলাদেশ আনসার বাহিনীর একজন চৌকস কমান্ডার হিসেবে বেনাপোল স্থলবন্দরে দায়িত্ব পালন করছেন।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন /
পিসি এইচএম হেলাল উজ্জামান বাংলাদেশ আনসার বাহিনীর একজন চৌকস কমান্ডার হিসেবে বেনাপোল স্থলবন্দরে দায়িত্ব পালন করছেন।

বেনাপোল(অফিস)
পিসি এইচএম হেলাল উজ্জামান বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পে গত ০৮। ০৮। ২৪ তারিখে যোগদান করেন।যোগদান করার পর বন্দরের আনসার সদস্যদের মাঝে স্বস্তিও ভাতৃতব গড়ে উঠেছে।গত ২৫/০৮/২০২৪ ইং তারিখ সারা বাংলাদেশে অঙ্গীভৃত আনসার সদস্যরা তাদের চাকুরী স্থায়ী করনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে কর্ম বিরতি করে। কিন্তু পিসি এইচএম হেলাল উজ্জামানের দক্ষতার কারনে বেনাপোল স্থলবন্দর আনসার সদস্যরা কর্মবিরতি করতে পারে নাই। তারা শুধু কর্ম সুচি পালন করেছে।
বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা যদি কর্মবিরতি পালন করতো তাহলে দেশের বৃহত্তম কেপিআই ভূক্ত সংস্থাটি হাজার হাজার কোটি টাকার খতির মূখে পড়তো আর এর অবদান সব টুকু পিসি এইচএম হেলাল উজ্জামানের।
আনসার সদস্যদের কাছে খোঁজ খবর নিয়ে জানা যায় তাদের পিসি এইচএম হেলাল উজ্জামান স্যার খুব ভালো মানুষ।সে বন্দর ক্যাম্পে যোগদান করার পর মেসের খাবারের মান খুব ভালো,ছুটি আনসারদের মাঝে সমান বন্টন করে বতর্মানে কোন আনসারদের মাঝে কোন অভিযোগ নেই। পিসি এইচএম হেলাল উজ্জামান বেনাপোল স্থলবন্দরের চোরাচালান রোধ করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সফলতাও পেয়েছে। চোরাচালান রোধ করার জন্য ২০ জন আনসার সদস্য নিয়ে একটা টিম গঠন করেছে এবং এই টিমের নেতৃত্ব দিচ্ছেন পিসি এইচএম হেলাল উজ্জামান নিজেই। পিসি এইচএম হেলাল উজ্জামানের সফলতা ১০/০৮/২০২৪ তারিখে বন্দরে রপ্তানি টার্মিনাল থেকে দুইজন চোর কে আটক করে পোর্ট থানায় হস্তান্তর,০৮/০৯ /২৪ তারিখে বন্দরের পূরাতন পোর্ট থানার মধ্যে থেকে তার চুরি করার সময় দুইজন চোর কে আটক করে পোর্ট থানায় হস্তান্তর,০৩/১০ /২৪ তারিখে বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত গামী চারজন যাত্রীর কাছ থেকে ছিনতাই করে নেওয়া ১৫ হাজার টাকা সহ ছিনতাইকারীকে ধরে যাত্রীদের কাছে ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয় এবং ছিনতাইকারীদের কে এপিবিএন পুলিশে কাছে সোপর্দ করা হয়।
২৩/১০/২০২৪ তারিখে বন্দরের ৫ নং গেট সংলগ্ন হইতে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ১০/১১/২০২৪ তারিখে বন্দরের ২২ নং ইয়াড WB 23 G 1428 নং ভারতীয় গাড়ি থেকে বাংলা ড্রাইভার থেকে ৮ হাজার টাকা চুরি করার সময় চোরকে হাতেনাতে আটক করে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।২৬/১০/২০২৪ তারিখে বন্দরের ২২ ইয়াড মাঠে ভারতীয় গাড়ি WB 25 E 2372 নং গাড়ি থেকে বাংলা গাড়ির হেলপার গাড়ির জগলেবার চুরি করার সময় চোরকে আটক করে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
তার এই কাজের জন্য বাংলাদেশ আনসার বাহিনী সুনাম সর্ব মহলে প্রসংশীত হচ্ছে এভাবে সে তার বাহিনীর সুনাম উজ্জল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পিসি এইচএম হেলাল উজ্জামান একজন কর্মদক্ষ কমান্ডার সংস্থা সহ সকল মহলের কাছে তিনি বাংলাদেশ আনসার বাহিনীর একজন টাইগার কমান্ডার নামে বেনাপোল পরিচিতি ।তার এই মহৎ কাজের জন্য সে তার বাহিনীর কাছে পুরস্কার সহ প্রসংশার দাবীদার।