
নাইজেরিয়ায় ৩১৫ জন ছাত্র ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিযেছে।
মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যের সেন্ট মেরি’স কো-এডুকেশন স্কুলে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। এর আগে সোমবার বন্দুকধারীরা প্রতিবেশী কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল।
নাইজেরিয়ার খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার ভোরে গণ অপহরণের পর ‘সংখ্যা যাচাইকরণের পরে’ বিষয়টি জানা গেছে। অপহৃতদের মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক।
নাইজেরিয়ার সরকার অপহৃত ছাত্র ও শিক্ষকদের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
ইতিমধ্যেই ক্যাটসিনা এবং মালভূমির নিকটবর্তী রাজ্যগুলোর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
নাইজার রাজ্য সরকার অনেক স্কুল বন্ধ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট বোলা টিনুবু সংকট মোকাবেলায় জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানসহ আন্তর্জাতিক কর্মকাণ্ড বাতিল করেছেন।
আপনার মতামত লিখুন :