ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজারের পার্শ্বে কলাবাড়ী রোডের ব্রাক ব্যাংকের পিছনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছে। ডাকাতরা বুধবার (২৫-১২-২০২৪) দিবাগত রাত ১২ থেকে বৃহস্পতিবার (২৬-১২-২০২৪) ভোররাত ৪ টাহ পর্যন্ত তাদের তাণ্ডব চলে।
ভুক্তভোগীদের দাবি, টাকা-পয়সা নগদ অর্থসহ মোটরসাইকেল ও মালামাল ডাকাত দল লুট করে নিয়ে গেছে।
ডাকাতদের হামলায় আহতরা হলো— উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ানের বরাতীপুর গ্রামের দুদু মিস্ত্রির ছেলে মাহমুদুল ইসলাম (৩৫) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ানের পার্শ্ববর্তী এলাকা কুয়াতপুর/বিহারিপাড়ার আজেশ্বর মিয়ার দুই ছেলে সুমন (৩০) ও রিমন (২২) আর ২ জনের নাম অজ্ঞাতনামা আহতদের মধ্যে মাহমুদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বাকি ২ জন ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হয়েছে।
মাহমুদুল ইসলাম বলেন: ডাকাত-দলের সদস্য ছিলো ১০ জন, তারা কালো পোশাক পরে ছিল ও ধারালো অস্ত্র ছিলো। তারা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। মাহমুদুল সহ আরও ৪ জন আহত হয়।
আপনার মতামত লিখুন :