ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।
নিহত ট্রাক চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) এবং গুরুতর আহত চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড এন্ড ফেভারেজ এর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড এন্ড ফেভারেজের সামনে সড়কের পাশে অজ্ঞাতনামা একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ধান বোঝাই ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। এসময় গুরুতর আহত চালকে সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চালকের সহকারীকে অন্যত্র রিফার্ড করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। সড়কে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :