ঘোড়াঘাটে তাঁতী দলের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন /
ঘোড়াঘাটে তাঁতী দলের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে উপজেলা তাঁতীদল।

আজ বুধবার (১৫ জানুয়ারী) বিকাল থেকে উপজেলার বিভিন্নস্থানে সাধারণ জনগণের মাঝে উপজেলা তাঁতীদলের আহবায়ক রিপন মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা তাঁতীদলের আহবায়ক রিপন মিয়া বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির ২ বছর পূর্বে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবদল, তাতীঁদল, ছাত্রদল সহ অনেকে আমন্ত্রিত হিসেবে আরও অনেকেই উপস্থিত ছিলেন।