ঘোড়াঘাটে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


Desk News প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন /
ঘোড়াঘাটে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল আলাদা ভাবে তাদের নিজ নিজ দলীয় কার্যালয় থেকে বণার্ঢ্য র‍্যালি বের করে। র‍্যালি শেষে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

‌র‍্যালি শুরুর আগে ছোট ছোট মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলার দলীয় অফিসে জরো হয় নেতাকর্মীরা। এরপর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন ও সদস্য-সচিব আল মোবাছেল মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়।

অপর দিকে পৌর ছাত্রদলের আহবায়ক রেজবী আহমেদ রকি ও সদস্য সচিব ইফতেখারুল আহমেদ ধলুর নেতৃত্বে পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে আরেকটি বিশাল র‍্যালি বের হয়।

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক সজিব কবির, যুবদল নেতা সাব্বির আহমেদ, পৌর ছাত্রদল নেতা ইমরানসহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জুলুম, অত্যাচার,নিপীড়ণ ও দূর্নীতি নিয়ে বক্তব্য রাখেন। এসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার নামে ছাত্রদল কর্মীরা ¯স্লোগানে মুখরিত করে তুলে রাজপথ । 

ক্যাপশনঃ ঘোড়াঘাটে ছাত্রদলের বণার্ঢ্য র‍্যালি।