ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষে সারাদরশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৩ টায় ঘোড়াঘাট উপজেলার কৃষক-দলের আয়োজনে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ানের বলগাড়ী ফাজিল মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সদস্য-সচিব নেওয়াজ শরিফের সঞ্চালনায় ও উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক নুরজ্জামান সরকার, জেলা কৃষকদলের সদস্য-সচিব মজিবর রহমান মজিব, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক মমতাজুল আলম স্বপন, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক আরিফুল ইসলাম তুহিন, সদর-উপজেলার কৃষকদল নেতা সাগর হোসেন মিরু, কৃষকদল নেতা মামুনুর রশীদ মামুন, কৃষকদল নেতা আসাদূর জামান চৌধুরী (বুলেট) প্রমখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক-সম্পাদক মাহফুজার রহমান লাভলু, প্রমখ।
এসময় কৃষক সমাবেশ পরিচালনা করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাউল আলম জুয়েল সরকার।
এ সময় আরও উপস্থিত ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবদল, তাতীঁদল, ছাত্রদল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার ১৮ বছর ধরে সাধার কৃষকদের কিছুই দেয়নি, সব দলীয় করন করে লুটেপুটে খেয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকরা সার বীজ ঠিকমত পাবে।
আপনার মতামত লিখুন :