ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ৮:২১ অপরাহ্ন /
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত

আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার সিদামা রাজ্য সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন রয়টার্সকে জানান, এ ঘটনায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী। এছাড়াও আহতদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।

সিমিওন বলেন, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি দিক হারিয়ে নদীতে পড়ে যায়। সড়কটিতে অনেক বাঁক ছিল। ট্রাকে থাকা যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয় ট্রাফিক পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাকটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল আর এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রাকে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

ইথিওপিয়ায় ড্রাইভিংয়ের মান দুর্বল ও বহু গাড়ি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।