অবশেষে যোগাযোগ করল জলদস্যুরা, মুক্তিপণ নিয়ে যা জানা গেল


Desk News প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন /
অবশেষে যোগাযোগ করল জলদস্যুরা, মুক্তিপণ নিয়ে যা জানা গেল

ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহকে জিম্মি করার আট দিন পর অবশেষে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সোমালি জলদস্যুরা। বুধবার জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি বলে জানান তিনি।

মিজানুল ইসলাম বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে কোনো আলোচনা হয়নি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এর আগে, গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়।

৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।