সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা স্থাবর সম্পদের মালিকানা হস্তান্তর করতে পাওয়ার অব অ্যাটর্নি পাওয়া মো. আবুল কালাম আজাদের জাতীয় পরিচয়পত্র ‘ব্লক’ ও বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. আলমগীর হোসেন সামিট গ্রুপের চেয়ারম্যানের আইনসঙ্গত প্রতিনিধি আবুল কালাম আজাদের এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির ‘ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগের অনুসন্ধান চলছে। এসময় বিশ্বস্তসূত্রে জানা গেছে গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে তাদের নামে থাকা স্থাবর/অস্থাবর সম্পদের মালিকানা আবুল কালাম আজাদের মাধ্যমে হস্তান্তরের জন্য তাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন।
আদালতে দুদকের পক্ষে থেকে বলা হয়, আবুল কালাম পাওয়ার অব অ্যাটর্নি মূলে সামিট গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের সব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এছাড়া ওই ব্যক্তি একাধিক পাসপোর্ট ব্যবহার করে দেশে- বিদেশে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের আলামত নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয। এ অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ‘ব্লক’ করা এবং বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়ার আবেনদ করা হয় আদালতে।
আপনার মতামত লিখুন :